Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে অপ্রাসঙ্গিক প্রস্তাবে হাসাহাসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৩

ফাইল ছবি

বগুড়া: বগুড়া-৭ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু আজ জাতীয় সংসদে প্রস্তাব করেছেন বেকারত্ব কমানো ও গৃহকর্মীদের দ্বারা শিশু নির্যাতন বন্ধে চাকরিজীবী ছেলে বা মেয়ে একে-অপরে বিয়ে করতে পারবেন না। এতে বেকারত্ম ও শিশু নির্যাতন বন্ধে সুফল বয়ে আনতে পারে।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’-এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনাকালে অপ্রাসঙ্গিক প্রস্তাব করেন স্বতন্ত্র এমপি বাবলু।

বগুড়া-৭ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর এই অসাংবিধানিক প্রস্তাবে সংসদ সদস্যরা সকলেই তার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় এবং তারা সংসদে হাসাহাসি শুরু করে। পরে আইন মন্ত্রীআনিসুল হক তার প্রস্তাবের জবাবে বলেন, ‘এই অসাংবিধানিক প্রস্তাব কিভাবে নিয়ে আসলেন? বাকস্বাধীনতার সুযোগ নিয়ে যা কিছু মনে আসবে, তাই বলা যেতে পারে। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমি যা খুশি তা গ্রহণ করতে পারব না।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সংসদ সদস্য বললেন ছেলে চাকরি করলে তাকে চাকরিজীবী মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এমন প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দু’কদমও হাঁটতে পারব না। এটা অপ্রাসঙ্গিক প্রস্তাব।’

তিনি বলেন, ‘কীভাবে এ প্রস্তাব এখানে (জাতীয় সংসদে) এলো বুঝতে পারলাম না। আমাদের বাকস্বাধীনতা রয়েছে। উনি যা খুশি তাই বলতে পারেন। কিন্তু আমি যা খুশি তাই গ্রহণ করতে পারব না। কারণ আমি জনগণের প্রতিনিধি।

এমপি রেজাউল করিম বাবলু বলেন, ‘করোনার কারণে চার কোটি জনগোষ্ঠী বেকার হয়েছে। আমাদের দেশে প্রচলিত সামাজিক রেওয়াজ আছে। চাকরিজীবী কোনো পুরুষ, চাকরিজীবী নারীকে বিয়ে করতে চান। আবার চাকরিজীবী নারীও একজন চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে চান। এতে কিন্তু বেকার সমস্যার সমাধান হয় না।’

তিনি বলেন, ‘এখানে আইনমন্ত্রী আছেন, উনাকে নিবেদন করব- এমন একটি আইন উনি সুবিধাজজনকভাবে করবেন যে, কোনো চাকরিজীবী নারী কোনো চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে পারবেন না। আর কোনো চাকরিজীবী পুরুষও কোনো চাকরিজীবী নারীকে বিয়ে করতে পারবেন না। তাহলে আমাদের বেকার সমস্যাটা অনেকাংশে লাঘব হবে। এ প্রস্তাবটি আমলে নিয়ে চার কোটি বেকারের কিছুটা হলেও লাঘব হবে। আমার প্রস্তাবের পেছনে আরও একটি কারণ আছে। যখন চাকরিজীবী দম্পত্তি অফিসে যান, তাদের শিশু সন্তানরা গৃহকর্মীদের দ্বারা নির্যাতিত হয়।’

সারাবাংলা/এএইচএইচ/একে

সংসদ অধিবেশন সংসদে প্রস্তাব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর