Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতের হস্তক্ষেপে স্বাভাবিক বিশ্বভারতী

আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৭

রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি ফিরেছে।

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, বিশ্বভারতী চত্বরে কোনো রকম বিক্ষোভ করা যাবে না। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে থেকে সমস্ত ব্যানার-পোস্টার খুলে ফেলতে হবে। মাইক বাজানোর ওপরও এসেছে নিষেধাজ্ঞা। প্রশাসনিক ভবনসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা যে তালা লাগিয়েছে, তাও ভেঙে ফেলার নির্দেশনা দিয়েছেন আদালত। অচলাবস্থা কাটলে ছাত্রদের দাবি-দাওয়া শোনার নির্দেশনাও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

বিজ্ঞাপন

তবে, বিশ্বভারতীকে হিন্দুত্ববাদী কট্টরপন্থিদের আখড়া হতে দেওয়া হবে না বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।

এদিকে, বহুদিন ধরেই আরএসএস-সমর্থক বর্তমান উপাচার্য বিদ্যুত চক্রবর্তীর বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের ক্ষোভ বাড়ছিল। চলতি বছরেই ১২ শিক্ষককে বরখাস্তের পাশাপাশি অর্থনীতি বিভাগের এক অধ্যাপকের কক্ষ ভাঙচুরের অভিযোগে শনিবার তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের খবর ছড়িয়ে পড়তেই ছাত্র-ছাত্রীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। শনিবার থেকেই চলতে থাকে ঘেরাও কর্মসূচি। বাসভবনে খাদ্যসংকট দেখা দিলে দুধ-কলা পাঠানো হয়। বৃহস্পতিবার উপাচার্য অসুস্থ হলেও চিকিৎসকদের অ্যাম্বুলেন্স নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

বিশ্বভারতীর ঘটনার জেরে যাদবপুরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজেপিবিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলনে নামে। উপাচার্যও অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দেন। এতেও সুরাহা হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি রাজশেখর মান্থা বিশ্বভারতীর অচলাবস্থা দূর করতে পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে সমস্ত সিসিটিভি ক্যামেরা চালু করারও নির্দেশন দেন। তারপরই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বিশ্বভারতী।

অন্যদিকে, ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানটি মৌলবাদী রাজনীতির আখড়া হয়ে ওঠার জন্য বিজেপি এবং বর্তমান উপাচার্যকেই দায়ী করেছেন কংগ্রেস-সিপিএম-তৃণমূল নেতারা।

সারাবাংলা/একেএম

টপ নিউজ বিশ্বভারতী

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর