Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় আবারও বন্যা পরিস্থিতির অবনতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২১ ১৩:২১

কুষ্টিয়া: আবারও পানি বাড়ছে কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা ও তার প্রধান শাখা নদী গড়াইয়ে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি এখন বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা সতর্কতামূলক উচ্চতা। তবে ৫ দিনে এখানে ২১ সেন্টিমিটার পানি বেড়েছে।

জানা গেছে, দৌলতপুরের পদ্মা তীরবর্তী অঞ্চলের ৪০ গ্রামের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হচ্ছে। রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭ গ্রামে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী অর্ধলক্ষ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক, উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে। এমনিতেই প্রায় একমাস যাবৎ পানিবন্দী থাকায় চরম কষ্টে তারা দিন কাটাচ্ছে।

বিজ্ঞাপন

বন্যার পানি বৃদ্ধির ফলে এ অঞ্চলের দেড় হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পানিবাহিত রোগসহ খাবার কষ্টে চরম মানবেতর জীবন কাটাচ্ছে তারা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী সপ্তাহে কুষ্টিয়ায় পানি আরও বাড়বে। এতে বন্যাদুর্গতদের দুর্ভোগ ও পদ্মা-গড়াই উপকূলে ভাঙন পয়েন্টগুলোতে ভাঙন বাড়বে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর