Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্যাক্স জিডিপিতে পিছিয়ে তবে দুশ্চিন্তা নয়: এনবিআর চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৯

ঢাকা: ট্যাক্স জিডিপিতে পিছিয়ে থাকলেও তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এনবিআর সম্মেলন কক্ষে রাজস্ব আহরণ কর্মপরিকল্পনা সম্পর্কিত এক আলোচনায় তিনি একথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে শিল্পের বিপ্লব ঘটবে। কলকারখানা বাড়ছে। কিন্তু শিল্পের উপযোগী দক্ষ জনবলের অভাব রয়েছে। আমাদের দক্ষ জনবল নেই। দক্ষ জনবল তৈরিতে যারা সহযোগিতা করবে আমরা তাদের সহযোগিতা করব। অপরদিকে ট্যাক্স জিডিপিতে আমরা পিছিয়ে।’

তিনি জানান, ট্যাক্স জিডিপিতে আমাদের অবস্থান এখনো ৯ শতাংশের নিচে। অন্যান্য বহু দেশে যা ১২, ১৩, ১৪ শতাংশ পর্যন্ত রয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা শুল্ক সহযোগিতা না দিলে আমাদের কাঙ্ক্ষিত জিডিপি থাকতো ১৭ শতাংশের উপরে। তাই আমরা এটি নিয়ে চিন্তিত বা দুশ্চিন্তা করছি না। যেমন, ভুটান, মালদ্বীপ, নেপালে ট্যাক্স আসে ভ্রমণ থেকে, কিন্তু আমাদের আসে কলকারখানা থেকে। সুতরাং সবদিকে আমাদের বিবেচনা করতে হয়, সহযোগিতা করতে হয়।’

তিনি আরও বলেন, ‘উন্নত বিশ্বের কাতারে যেতে হলে আমাদের গার্মেন্টস ও পাদুকা শিল্পের উপর শুধু নির্ভর করলে হবে না, দেশের মিডলক্লাস কনজ্যুমারদের প্রতিও নজর দিতে হবে। আগামী কয়েক বছরে মিডলক্লাস কনজ্যুমার বৃদ্ধি পাবে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় মিডলক্লাস কনজ্যুমার ৬০ শতাংশ বাড়বে। মনে রাখতে হবে, বাংলাদেশে এসি, টিভি, ফ্যান ও মোটরসাইকেলের বাজার সম্প্রসারণ হচ্ছে। আমাদের অভ্যন্তরীণ বাজার ধরে রাখতে হবে। তাহলে উন্নত বিশ্বের কাতারে আমরা দ্রুতই চলে যেতে পারব।’

বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যান মুনিম করদাতাদের সম্পর্কে বলেন, রাজস্ব আহরণই আমাদের একমাত্র উদ্দেশ্যে নয়। সরকারের সঙ্গে তাল মিলিয়ে আমরা কাজ করি। ২০৪১ সালে দেশের অবস্থা কেমন হবে আর সরকারের পরিকল্পনা সামনে রেখেই আমরা বাজেট করি। মনে রাখবেন, ট্যাক্স যারা দেয় তারা এখনো সেভাবে প্রস্তুত হয়ে উঠেনি, কিন্তু আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও আমরা কঠোর হব না। আমরা চড়াও হয়ে করদাতাদের আইনের আওতায় আনতে চাচ্ছি না। আমরা চাই, করদাতারা নিজেরা উদ্বুদ্ধ হয়ে আমাদের সহযোগিতা গ্রহণ করুক। আমাদের স্ব স্ব ট্যাক্স জোন থেকেও প্রচার প্রচারণা চালানো হচ্ছে। করদাতাদের নোটিশ করে রিটার্ন দেওয়ার জন্য বলা হচ্ছে।’

এবছর আয়কর মেলা হবে কি না এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, সবকিছু এখনো চূড়ান্ত নয়। সবকিছু খুলে দেওয়া হচ্ছে এটা ভয়ের। স্কুল, কলেজ খুলছে এখনো ভয় আছে। করোনার প্রকোপ কমেনি এখনো। করমেলার মতো আয়োজন এখন শুরু করব কি না জানি না।

সারাবাংলা/এসজে/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর