দুদকে যাননি এ কে আজাদ
৩ এপ্রিল ২০১৮ ১১:৫১ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৩৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও হামীম গ্রুপের স্বত্বাধিকারী এ কে আজাদ দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, অর্থপাচার ও হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ এপ্রিল) দুদকে হাজির হয়ে ব্যাখা দেওয়ার কথা ছিল তার। তবে হাজির না হয়ে সময় আবেদন পাঠিয়েছেন এ কে আজাদ।
দুই আইনজীবীর মাধ্যমে পাঠানো আবেদনে এ কে আজাদ জানিয়েছেন, অসুস্থতার কারণে বিদেশে থাকায় তিনি হাজির হতে পারছেন না।
এ কে আজাদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গত ২২ মার্চ তাকে তলব করে দুদক।
আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পরিচালক জয়নাল আবেদীন শিবলী বলেন, ‘আমরা আবেদন যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেব তাকে কতদিন সময় দেওয়া যায়। এ বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
সারাবাংলা/জিএস/একে