পি কে হালদারের দুই সহযোগিকে দুদকের জিজ্ঞাসাবাদ
৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:০২
ঢাকা: প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের দুই সহযোগী ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রাণী ঘোষ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাইকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদক সূত্রে জানায়, দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। গত ১৬ মার্চ দুদকের একটি টিম সেগুনবাগিচা থেকে নাহিদা রুনাইকে এবং ২২ মার্চ বিমানবন্দর থেকে শুভ্রা রাণী ঘোষকে গ্রেফতার করে।
দুদক সচিব আনোয়ার হোসেন বলেন, ‘আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে মানি লন্ডারিংয়ের মামলা গ্রেফতার করা হয়েছে। তারা ক্ষমতার অপব্যবহার করে বিদেশে টাকা পাচার করেছেন এবং বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে আদালতে রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। আজ থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।’
সারাবাংলা/এসজে/এমও