কারাগারে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন ছাত্র অধিকারের সোহেল
৫ সেপ্টেম্বর ২০২১ ২১:১২
ঢাকা: কাশিমপুর কারাগার থেকেই মাস্টার্স পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন ছাত্র অধিকার পরিষদের তিতুমীর কলেজ শাখার সভাপতি সোহেল মৃধা। সোহেল মৃধা তিতুমীর কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
মোদি বিরোধী আন্দোলনের সময় মতিঝিল থেকে গ্রেফতার হন তিনি।
কারাগারে থাকা অবস্থায় তার পরীক্ষার সময় সূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে তার পরীক্ষা শুরু হবে।
রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত আইনজীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার পরীক্ষা নেওয়ার আদেশ দেন।
এদিন তার পক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম, মো. পারভেজ ও এএইচএম মঞ্জুরুল কবির মাসুদ শুনানি করেন। শুনানি শেষে বিচারক কারা কর্তৃপক্ষকে পরীক্ষা গ্রহণে ব্যবস্থা নিতে আদেশ দেন। আদেশের কপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, তিতুমীর কলেজের অধ্যক্ষ এবং বাংলা কলেজের কেন্দ্র তত্ত্বাবধায়ককে পাঠানো হয়েছে।
জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল বের করে। শাপলা চত্বরে সেই মিছিল থেকে ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/এআই/এমও