Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান

লোকাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২১ ০৯:২২

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীর নুরু সুপার টিন শেড মার্কেটে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় শতাধিক দোকান। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে কয়েক’শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটের দোকানগুলো সব টেম্পরালি সরঞ্জাম দিয়ে তৈরি ও আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা সেখানে ছিলো না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

মার্কেটের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর জানান, রাত ১১টার দিকে মার্কেটের বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আরও ৩টি ট্রান্সমিটার বিস্ফোরণ হলে আগুন চারপাশে ছড়িয়ে পরে। এভাবে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রায় শতাধিক দোকান আগুনে পুড়ে গেছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমান এখনই বলা সম্ভব না। তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ বলা যাবে।’

এই ঘটনায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সারাবাংলা/এমও

কেরানীগঞ্জে আগুন টপ নিউজ ট্রান্সমিটার বিস্ফোরণ শতাধিক দোকান

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর