Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ার জেলা হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২১ ১০:৩০

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় একদিনে (গত ২৪ ঘণ্টায়) করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ৩ জন ও করোনার উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত মোট ৭৩৯ জনের মৃত্যু হলো।

সোমবার (৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৭ হাজার ৮৭৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪০৭ জন।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৩৮ শতাংশ। এসময়ে আরও ৯৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে নির্ধারিত ২০০ বেডের অনুকূলে ভর্তি আছেন ৭০ জন। এর মধ্যে করোনায় শনাক্ত ৫০ জন, ২০ জনের উপসর্গ আছে।

এদিকে, ধীর গতিতে করোনার টিকাদান কর্মসূচি চলছে।

সারাবাংলা/এমও

৪ জনের মৃত্যু করোনা ইউনিট কুষ্টিয়া জেলা হাসপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর