Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লোরিডায় সাবেক মেরিন সেনার গুলিতে ৪ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২১ ১১:৩৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরের অদূরে লেকল্যান্ডে ইউএস মেরিন কোরের সাবেক এক সদস্য গুলি চালিয়ে মা-শিশুসহ চার জনকে হত্যা করেছে।

রোববারের (৫ সেপ্টেম্বর) ওই হামলায় ১১ বছরের এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে গার্ডিয়ান।

পরে, গুলিবিদ্ধ অবস্থায় ৩৩ বছর বয়সী ব্রায়ান রিলে নামের ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় পুলিশ প্রধান গ্র্যাডি জুড জানিয়েছেন, বন্দুকধারীর সঙ্গে হামলায় মৃতদের কোনো সম্পর্ক নেই। হামলা ঠেকাতে পুলিশ হস্তক্ষেপ করার পর বন্দুকধারী তাদেরকে লক্ষ্য করেও গুলি ছুড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি করার চেষ্টা করে হামলায় অভিযুক্ত ওই ব্যক্তি।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্রের হয়ে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়া ওই মেরিন সেনা সপ্তাহখানেক ধরে মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন তার বান্ধবী। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের কারণে কয়েকদিন ধরে ওই হামলাকারী সৃষ্টিকর্তার সঙ্গে কথোপকথন চালাচ্ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

সারাবাংলা/একেএম
বিজ্ঞাপন

আরো