Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অবৈধ আগ্নেয়াস্ত্র ঠেকাতে না পারলে দেশ জংলি রাষ্ট্রে পরিণত হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৩

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অবৈধ আগ্নেয়াস্ত্রের আমদানি ঠেকাতে না পারলে দেশ জংলি রাষ্ট্রে পরিণত হবে। জাতির ভবিষ্যৎ ভয়াবহ হয়ে উঠবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। এসময় অবৈধ অস্ত্রের চালান রোধ করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিভিন্ন গণমাধ্যমের খবরের কথা উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি যশোরের এক ছাত্র নেতা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গত কয়েক বছরে সে একাই সারা দেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। এর চেয়ে ভয়াবহ খবর আর হতে পারে না।’

এর আগে, ইসরাইলে তৈরি অত্যাধুনিক উজি পিস্তলসহ এক মডেলের ছবি ভাইরাল হয়েছে, অত্যাধুনিক যে অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে নেই। তাই সমাজের অভিভাবক মহলের মাঝে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে অবৈধ অস্ত্র আমদানি সিন্ডিকেট ও অস্ত্রবাজদের তালিকা তৈরি করতে হবে। বিশেষায়িত বাহিনী নিয়োগ করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

অবৈধ আগ্নেয়াস্ত্র জংলি রাষ্ট্র জাতীয় পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর