Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএমএস ছাড়াই ভ্যাকসিন নিতে পারবেন গর্ভবতীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:২০

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে এসএমএস ছাড়াই ভ্যাকসিন নিতে পারবেন গর্ভবতী মায়েরা। সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধনের পরে সুবিধাজনক সময় নিবন্ধিত কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন তারা।

রোববার (৫ সেপ্টেম্বর) দেশের কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানিয়েছেন ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

বিজ্ঞাপন

ডা. শামসুল বলেন, গর্ভবতী মায়েদের ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে আগের নিয়ম পরিবর্তন করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে ভ্যাকসিনের নিবন্ধনের পর একজন গর্ভবতী নারী এসএমএস না পেলেও পছন্দমতো সময়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন।

তিনি বলেন, গর্ভবতী মায়েরা ভ্যাকসিন গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ কার্ড নিয়ে যেতে হবে। এছাড়া ভ্যাকসিন নেওয়ার আগে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর