Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৯

ঢাকা: পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) টানা ৫ম দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব কয়টি সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বাজার মূলধন। তবে এদিন সূচক ও আর্থিক লেনদেন বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

সোমবার ডিএসইতে ৩৬৮টি কোম্পানির ৬৯ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার ৪৮৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির ১৫৪টির দাম বেড়েছে, কমেছে ১৮৪টির এবং ৩০টির দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭৫ পয়েন্টে উন্নীত হয়। ডিএসই শরিয়া সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩৬ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১৬টি কোম্পানির ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৪২৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৮৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৫ কোটি ১৯ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৬২ পয়েন্টে অবস্থান করছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার সূচক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর