Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতাসের ৫ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৪

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনসহ নানা দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের উপ-ব্যবস্থাপকসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক নুরুল হুদা তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে দুদক সূত্রে জানা গিয়েছে।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- তিতাসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, মো. আব্দুল মান্নান, পার্সেল শাখার ব্যবস্থাপক হাসিবুজ্জামান, করপোরেট বিভাগের মহাব্যবস্থাপক মাহামুদুর রব এবং করোশন কন্ট্রোল শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান।

এদিকে, গত ৫ সেপ্টেম্বর বিভিন্ন অভিযোগে তিতাসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। আর গত ২৩ আগস্ট পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে প্রতিষ্ঠানটি। তাদের ৫ থেকে ৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়।

সারাবাংলা/এসজে/পিটিএম

তিতাস দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর