Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৩

রাঙ্গামাটি: লংগদু উপজেলায় অস্ত্র ও গুলিসহ কমলধন চাকমা (৪০) নামে ইউপিডিএফের এক কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার কমলধন চাকমা উপজেলার মধ্যম খাড়িকাটা এলাকার শুয়েস চাকমার ছেলে।

যৌথবাহিনী সূত্র জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনপুদি বাজার এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট, নগদ ১০ হাজার টাকা ও চাঁদা সংগ্রহের রশিদবইসহ কমলধন চাকমাকে গ্রেফতার করা হয়।

ওসি আরিফুল আমিন জানান, আটক কমলধন চাকমা আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র শাখার সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র অংগ্য মারমা বলেন, কমলধন চাকমা আমাদের সাবেক কর্মী। তিনি বর্তমানে সংগঠনের সঙ্গে জড়িত নয়। কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা /এসএসএ

ইউপিডিএফ কর্মী গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর