গণটিকা: সারাদেশে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে ৬ দিন
৬ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৯
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে গণটিকা কার্যক্রমে যারা প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন তাদের ৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে। রাজধানীর দুই সিটি করপোরেশনে তিন দিন ভ্যাকসিন প্রয়োগ করা হলেও সারাদেশের অন্যান্য কেন্দ্রগুলোতে ৭ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিনে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে সবাইকে ভ্যাকসিন কার্ড নিয়ে কেন্দ্রে যেতে হবে।
সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে ফেসবুক লাইভে যুক্ত হয়ে এ সব তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ‘৭ আগস্ট থেকে আমাদের গণটিকা কর্মসূচি শুরু হয়। ১২ আগস্ট পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলে। এই সময়ে আমরা প্রথম ডোজ ভ্যাকসিন দেই। তারই ধারাবাহিকতায় এ মাসের ৭ সেপ্টেম্বর থেকে আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘গণটিকা কর্মসূচিতে যারা ৭ আগস্ট প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন তারা সবাই নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যারা ভ্যাকসিন নিতে কেন্দ্রে যাবে তারা অবশ্যই ভ্যাকসিন কার্ড সঙ্গে নিয়ে যাবেন।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র রাজধানীর দুই সিটি করপোরেশনের ক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োগের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই দুই সিটি করপোরেশনে তিন দিনে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। এই দুই সিটি করপোরেশনেই শুধু দুই দিনের ভ্যাকসিন একদিনে দেওয়া হবে।’
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, রাজধানীর দুই সিটি করপোরেশনে আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন, তারা একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ নেবেন। ৯ ও ১০ আগস্ট যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তারা ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেবেন। একইভাবে যারা ১১ ও ১২ আগস্ট প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করবেন তারা ৯ সেপ্টেম্বর ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
কেউ যদি ৭ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে কোনো কারণবশত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে না পারে তারা ১০ সেপ্টেম্বর কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
তিনি বলেন, ‘রাজধানীর দুই সিটি করপোরেশন বাদে দেশের অন্যান্য এলাকায় ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে।’
এর আগে, সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউসের সভাপতিত্বে কোভিড-১৯ টিকাদান সংক্রান্ত একটি সভা একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এই ভিডিও কনফারেন্সে সব সিটি করপোরেশনের মেয়র, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, প্রত্যেক জেলা প্রশাসক ও সিভিল সার্জনরা অংশ নেন বলে জানানো হয় এক বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত সারাদেশের উপজেলা, জেলা, সিটি করপোরেশন পর্যায়ে গণটিকা কর্মসূচি চলে। ওই কর্মসূচি ৩০ লাখ ডোজের বেশি ভ্যাকসিন দেওয়া হয় বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
সারাবাংলা/এসবি/পিটিএম