Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল আইনের মামলায় মানবজমিন সম্পাদকসহ ৩১ জনকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৯

ঢাকা: মাগুরা-১ আসনের এমপি মো. সাইফুজ্জামান শিখরের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩১ জন অব্যাহতি পেয়েছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত পুলিশের দেওয়া চার্জশিট আমলে নিয়ে এ আদেশ দেন। একমাত্র আসামি ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে চার্জশুনানির তারিখ ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

অব্যাহতি পাওয়া অপর ৩০ আসামি হলেন- মানবজীবন পত্রিকার রিপোর্টার আল-আমিন, প্রিন্স ফাহিম, আরিফুল ইসলাম আরিফ, ফরহাদ খান, জুয়েল আহমেদ, মোহাম্মাদ মোসলেম, মো. মিজানুর রহমান, মোর্শেদ আলম, কাকন আবু হানিফ, মো. রুবেল, আয়েশা আমান, মো. শামিম আক্তার, মো. সাত্তার মৃধা, মো. তৌফিক, মিলি হাসান, হাবিব আদনান, ঋষি কান্ত, মো. সোহেল হোসেন, ছালেহ আহমেদ, জসিম উদ্দিন জসিম, মো. খাইরুল ইসলাম, হেদায়েতুল ইসলাম, মো. মাহফুজ আহমেদ, এম এ মামুন, মো. হেলাল, সেলিম চৌধুরী, ইস্পাত মোহাম্মাদ, বেলায়েত হোসেন, মারুফ রাজু ও মকটেল হোসেন মুক্তি।

মাগুরা-১ আসনের এমপি মো. সাইফুজ্জামান শিখর গত বছর ৯ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৬/২৯/৩১ ধারায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে মামলাটি দায়ের করেন।

এদিকে এ মামলায় সাংবাদিক কাজল উচ্চ আদালত থেকে জামিন নেন। এদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত পূর্বশর্তে তার জামিন মঞ্জুর করেন বলে জানান তার আইনজীবী জায়েদুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/পিটিএম

অব্যাহতি টপ নিউজ ডিজিটাল নিরাপত্তা আইন মানবজমিন সম্পাদক

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর