Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌ-পরিবহনের ভারত-বাংলাদেশ সচিব পর্যায়ের বৈঠক অক্টোবরে

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৯

ফাইল ছবি

ঢাকা: নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারত- বাংলাদেশ সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৈঠকে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ভারতের ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে অনেকগুলো বিষয়ে সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে ল্যান্ডপোর্ট এবং নৌবন্দর। তারা যে আমাদের মোংলা ও চিটাগং পৌর্টে ট্রানজিট ব্যবহার করবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আলোচনায় আমাদের স্থলবন্দরের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য আমরা কী কী কাজ করতে পারি, কী কাজ চলছে, সেগুলো প্রাধান্য পেয়েছে। এছাড়া আমাদের রোডস ও কাস্টমসের বিষয় আলোচনা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে দুই দেশের সচিব পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করছি সেখানে এসব বিষয়ের সমাধান হবে।’

আসন্ন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নির্বাচনে বাংলাদেশ সি ক্যাটাগরিতে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, ‘সেই নির্বাচনে ভারতের সমর্থনের জন্য ডেপুটি হাইকমিশনারকে অবহিত করা হলে তারা বলেছেন, বাংলাদেশের সঙ্গে তারা আছে এবং থাকবে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

খালিদ মাহমুদ নৌ-পরিবহনমন্ত্রী

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর