Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বটগাছের নিচে দাঁড়িয়ে প্রাণে রক্ষা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ০১:৪৩

সুনামগঞ্জ: জেলার ধর্মপাশা উপজেলার খলাপাড়া গ্রামের পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে জাহেদ আলী (৩৫), আবদুল মোতালিব (২৮) ও শাহীন মিয়া (২৬) নামে তিন কৃষক আহত হয়েছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে, তারা একটি বটগাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাতে ওই তিন কৃষক গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রঞ্জন কিশোর চাকলাদার সারাবাংলাকে বলেন, বজ্রপাতে আহতরা এখন শঙ্কামুক্ত রয়েছেন।

বটগাছের নিচে আশ্রয় নেওয়ায় একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে তারা নতুন জীবন পেলেন বলে ওই স্বাস্থ্য কর্মকর্তা উল্লেখ করেন।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর