Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুর থেকে রংপুর-দিনাজপুর বিমানের ফ্রি কোচ সার্ভিস 

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ২১:২৩

ঢাকা: সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর-দিনাজপুর রুটে বিনামূল্যে বাস সার্ভিস দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে শীততাপ নিয়ন্ত্রিত এই ‘ফ্রি কোচ সার্ভিস’ চালু করতে যাচ্ছে তারা।

বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।

তিনি জানান, বিমানের যাত্রীগণ বিনামূল্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর শহর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছাতে এ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৯৩ প্রতি শুক্র, শনি, রবি ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৭:৩০ টায় সৈয়দপুরের উদ্দেশ্যে এবং সৈয়দপুর থেকে সকাল ৮:৫০-এ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইট বিজি ৬৯৩ প্রতিদিন দুপুর ১:০০ টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং সৈয়দপুর থেকে দুপুর ২:২০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়াও ফ্লাইট বিজি ৪৯৫ মঙ্গলবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ৬:৪৫ টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং রাত ০৮:০৫ টায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

তাহেরা খন্দকার আরও জানান, এসব উড়োজাহাজে জীবাণুমুক্তকারী হেপা ফিল্টার প্রযুক্তির ব্যবহার হয়েছে যা যাত্রীদের কোভিড-১৯ মহামারিকালীন নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে।

সারাবাংলা/এসজে/আরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর