Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ (তালিকাসহ)

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ বিসিএসের মাধ্যমে চার হাজার জনকে চিকিৎসক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই নিয়োগের সুপারিশ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, কোভিড ১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য জরুরি প্রয়োজনে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আয়োজন করা হয়। প্রথমে সহকারী সার্জনের দুই হাজারটি শূন্যপদ পূরণের লক্ষ্যে ২০২০ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। পরবর্তীতে বিজ্ঞাপিত দুই হাজার পদের সঙ্গে অতিরিক্ত আরও দুই হাজার পদ যোগ করা হয়।

বিজ্ঞাপন

সুপারিশপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে 

চার হাজার জনকে নিয়োগের সুপারিশ করার পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়েছে।

এ বছরের ২৬ ফেব্রুয়ারি বিশেষ এ বিসিএসের প্রিলিমিনারি (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। এরপর গত মাসে ৪২ তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়।

সারাবাংলা/একে

৪২ তম বিসিএস করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস বিসিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর