Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্ভাবনী শক্তি দ্রুত উন্নয়নে সহায়তা করবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩০

ফাইল ছবি

ঢাকা: উপযুক্ত প্ল্যাটফর্ম পেলে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে তরুণরা অবদান রাখতে পারবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) টেকসই জ্বালানি বিষয়ক উদ্ভাবনী ধারণা বিকাশে ‘বিকিরণ’ শীর্ষক প্রতিযোগিতার ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

তার বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, টেকসই ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থা গড়তে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং নাবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি এবং সেই সঙ্গে দৈনন্দিন জীবনে জ্বালানির দক্ষ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা রয়েছে। বছরভিত্তিক পরিকল্পনা গৃহীত হয়েছে, তা সময়মতো বাস্তবায়ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং উদ্ভাবনী ধারণা বিকাশে তাদের উৎসাহিত করতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), জিআইজেড এর সহযোগিতায় আয়োজিত হচ্ছে ‘বিকিরণ’ শীর্ষক এই প্রতিযোগিতা। আবাসিক ও বাণিজ্যিক ভবনে জ্বালানি দক্ষতা বৃদ্ধি, গ্রামাঞ্চলে টেকসই জ্বালানি প্রযুক্তি ব্যবহার করে জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিশু-কিশোরদের জ্বালানি সাশ্রয় বিষয়ে সচেতন করে তোলা— এই তিন বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে আহ্বান করা হচ্ছে উদ্ভাবনীমূলক সমাধান। বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২-৪ জনের দল তৈরি করে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে www.bikiron.org এর মাধ্যমে প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবে।

নিবন্ধিত উদ্ভাবনী ধারণাগুলোর মধ্যে সম্ভাবনাময় ধারণাগুলো প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ের জন্য উত্তীর্ণ হবে। এ পর্যায়ে উত্তীর্ণ টিমগুলো টেকসই জ্বালানি খাতের স্বনামধন্য বিশেষজ্ঞদের সাহচর্যে ধারণাগুলোকে আরও সুগঠিত করার সুযোগ পাবে।

একইসঙ্গে তাদের দক্ষতা উন্নয়নের জন্য আয়োজন করা হবে আরও কিছু ওয়েবিনার। প্রক্রিয়ার শেষে বিজয়ী দলসমূহ আকর্ষণীয় পুরষ্কারসহ তাদের ধারণাগুলো বাস্তবায়নের জন্য কারিগরি সহায়তা পাবে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)’র চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

সারাবাংলা/জেআর/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর