১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এমপি হারুনকে দুদকে তলব
৩ এপ্রিল ২০১৮ ১৪:১৯ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে ১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঝালকাঠি-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়, বনানীর ইকবাল সেন্টারের ঠিকানায় এমপি হারুনের নামে দুদক চিঠি পাঠিয়েছে।
দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে আগামী ১১ এপ্রিল সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে এমপিকে অনুরোধ করা হয়েছে।
দুদকের সচিব ড. মো. শামসুল আরেফীন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংসদ সদস্য বজলুল হক হারুন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রিমিয়ার ব্যাংকের পরিচালক।
এমপি হারুনের বিরুদ্ধে অভিযোগ, প্রিমিয়ার ব্যাংকের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত চেক বই দেখিয়ে এবং জাল স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১৩৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্জিত এই অর্থ দিয়ে তিনি ঢাকা ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ঋণ পরিশোধ করেছেন। একইসঙ্গে প্রিমিয়ার ব্যাংকসহ বিভিন্ন কোম্পানির শেয়ার কিনেছেন।
এছাড়াও তিনি এই অর্থ দিয়ে বনানী ও বারিধারায় বহুতল ভবন নির্মাণ করেছেন, বসুন্ধরা আবাসিক এলাকায় ১টি প্লট কিনেছেন। পাশাপাশি তিনি চারটি বিলাসবহুল গাড়ি কিনেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/ জিএস/একে