Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রথীশচন্দ্রের খোঁজে ডোবায় পুলিশের অভিযান


৩ এপ্রিল ২০১৮ ১৬:২১ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৪২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রংপুর: রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা রথীশচন্দ্র ভৌমিক বাবু সোনাকে উদ্ধার করতে না পারলে আগামী শনিবার সারাদেশে  মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে রংপুর প্রেসক্লাবের সামনের সড়কে নিখোঁজ এই আওয়ামী লীগ নেতাকে উদ্ধারের দাবিতে দিনব্যাপী গণঅনশন কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

গণঅনশনে বক্তারা বলেন, চারদিন পেরিয়ে গেলেও এখনও বাবু সোনার কোনো খোঁজ মেলেনি। তাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

গণঅনশন ছাড়াও মঙ্গলবার রংপুর আদালত চত্বরে আইনজীবী ও সহকারী আইজীবীরা মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এদিকে, রথীশচন্দ্রের খোঁজে তার বাড়ির পেছনের ডোবায় মঙ্গলবার সকালে থেকেই পানি নিষ্কাশন করে অভিযান চালায় পুলিশ। সকাল থেকেই পুলিশ-র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে  আইনজীবী রথীশচন্দ্রের বাড়ির পেছনের ওই ডোবায় অভিযান চালায় পুলিশ।

পুলিশ ধারণা করছে ওই পুকুরে অভিযান চালালে কোন কিছু পাওয়া যেতে পারে। সকাল থেকে রাত আটটা পর্যন্ত ডোবার পানি সেচ করে তল্লাশি চালানো হয়। রাত আটটায় স্থগিত করা হয় এই তল্লাশি।

পুলিশ জানায়,বুধবার সকাল থেকে আবারও ডোবার পানিতে উদ্ধার অভিযান চালাবে পুলিশ।

এর আগে সোমবার  সন্দেহভাজন নয় জনকে আটক করে পুলিশ। এছাড়াও নিখোঁজ ওই আইনজীবীর ঘনিষ্ঠজনদের ওপরও নজর রাখছে তারা।

বিজ্ঞাপন

গত শুক্রবার ( ৩০ মার্চ) সকাল ৬ টায় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ। রথীশের স্ত্রী দীপা ভৌমিক জানান, কারও সাথে রথীশ চন্দ্রের শত্রুতা আছে বলে তার জানা নেই। তিনি খুব দ্রুত তাকে ফেরত চান। এ ঘটনায় রথীশের ছোট ভাই সুশান্ত ভৌমিক শনিবার একটি জিডি করেছেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি জামায়াত নেতা এ টি এম আজহারুল  ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষী দেন এই আইনজীবী। এছাড়া তিনি জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যা মামলা পরিচালনা করছিলেন ।

সারাবাংলা/এপি/জেডএফ

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর