Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যাচ্ছেন সেনাপ্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৫

ঢাকা: সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠেয় ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ্স কনফারেন্স (IPACC)-২০২১’-এ যোগ দিতে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সেনাপ্রধানের। শুক্রবার রাতে আন্তঃবাহিনী পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

রাশেদুল ইসলাম বলেন, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ বছর IPACC অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। এ বছরের IPACC-এ ভবিষ্যৎ Operational Environment-এর ওপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআর বলছে, সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলো ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে বলে আশা করা যায়। সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/ইউজে/টিআর

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্র সফর সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর