Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর সবুজবাগ থেকে জেএমবি সদস্য গ্রেফতার


৩ এপ্রিল ২০১৮ ১৫:১৭ | আপডেট: ৩ এপ্রিল ২০১৮ ১৫:১৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকা থেকে রিফাত হায়াত স্বাধীন (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৩) এর সদস্যরা।

সোমবার (২ এপ্রিল) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর মঙ্গলবার সকালে সবুজবাগ থানায় তার নামে মামলা দেওয়া হয়েছে।

র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিনা রানী দাস সারাবাংলাকে জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রিফাতের কাছ থেকে একটি মোবাইল, একটি ল্যাপটপ ও বেশকিছু জেএমবির জিহাদী বই উদ্ধার করা হয়েছে।’

সারাবাংলা/এসআর/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর