Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯/১১ হামলা স্মরণে রানি এলিজাবেথের প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪২

রানি দ্বিতীয় এলিজাবেথ, ফাইল ছবি

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় মৃত এবং হামলার শিকার হওয়ার স্মৃতি নিয়ে জীবিত সকলের জন্য বিশেষ প্রার্থনা করেছেন রানি এলিজাবেথ।

একইসঙ্গে, হামলার পর ধ্বংসস্তুপ থেকে পুনর্গঠনে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞিতা জানিয়েছেন তিনি।

শনিবার (১১ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাঠানো এক বার্তায় রানি এলিজাবেথ বলেছেন ঐ ন্যাক্কারজনক হামলায় ভুক্তভোগী এবং তাদের পরিবারের ব্যাপারে ব্রিটেনের জনগণের সহনাভূতি রয়েছে।

এদিকে, ২০১০ সালে হামলাস্থল পরিদর্শন করে তিনি যারপরনাই ব্যথিত হয়েছিলেন জানিয়ে রানি এলিজাবেথ বলেন, সেখানে কাজ করতে দিয়ে নানান দেশ-জাতি-ধর্মের মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তাদের প্রতি শ্রদ্ধা।

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদা নেটওয়ার্কের ১৯ জঙ্গি মিলে দুইটি বাণিজ্যিক বিমান ছিনতাই করার পর আত্মঘাতী হামলা চালায়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়। ওই হামলায় মোট দুই হাজার ৯৭৭ জনের মৃত্যু হয়। যাদের মধ্যে ৬৭ জন ব্রিটেনের নাগরিক ছিলেন ।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর