Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে সেলাই মেশিন বিতরণ করলেন মেয়র হা‌ছিনা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২১ ২০:২৩

নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে গ্রামীণ অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শ‌নিবার (১১ সে‌প্টেম্বর) দুপু‌রে উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে বিনামূল্যে এ সেলাই মেশিন বিতরণ করেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী।

মেয়র হাছিনা গাজী তার বক্ত‌ব্যে বলেন, ‘বিএন‌পি-জামায়াত জোট দে‌শের মানু‌ষের কল্যা‌ণে কোনো কাজ করে‌নি। তারা শুধু দে‌শের সম্পদ লুটপাট ক‌রে‌ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ সমৃদ্ধশালী হয়। দে‌শের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। আজ সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা হা‌ফিজা বেগম, উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, লাভলী আক্তার, রে‌হেনা বেগম, ফের‌দৌসী আক্তার রিয়া, সে‌লিনা আক্তার রিতা, কাউন্সিলর মাহফুজা বেগমসহ অনেকে।

সারাবাংলা/এমও

মেয়র হাছিনা গাজী সেলাই মেশিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর