Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১ ২০:১৫

ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) গুজরাটের রাজ্যভবনে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। তবে পদত্যাগের কারণ হিসেবে সুনির্দিষ্ট কিছু জানাননি তিনি। গুজরাটে ২০২২ সালে বিধানসভা নির্বাচনের কথা রয়েছে।

শনিবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বিজয় রুপানি বলেন, সময়ের সঙ্গে দলের নেতৃত্বেও বদল আসে। দল যাকে যে দায়িত্ব দেয় তিনি তাই পালন করে যান। এটাই ভারতীয় জনতা পার্টির বিশেষত্ব। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার সংগঠনে কাজ করতে চাই। দল যেভাবে চাইবে, সেভাবেই কাজ করব।

বিজ্ঞাপন

রুপানি সরকারের ইস্তিফায় এবার ওই রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী, আগাম নির্বাচন বা প্রেসিডেন্টের শাসন জারি করা— কেন্দ্রীয় সরকারের হাতে এই তিনটা বিকল্প রয়েছে।

জানা গেছে, রোববার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিতে গান্ধীনগরে গুজরাট বিজেপি পরিষদীয় দলের বৈঠক হবে। এ সভায় পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত জানাবে বিজেপি।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর