Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকা করার দাবিতে নড়াইলে কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২১ ২১:০২

নড়াইল: কাঁচা রাস্তা পাকা করারা দাবিতে নড়াইল শহরসংলগ্ন নাকসী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী-পুরুষ, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

এলাকাবাসী জানান, দীর্ঘ ৪০ বছর ধরে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদসহ বিভিন্ন দফতরে অনেক চেষ্টা করেও নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের নাকসী গ্রামের মাত্র এক কিলোমিটার রাস্তা পাকা করার দাবিপূরণ হয়নি। তাই কাঁদা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।

নাকসী গ্রামের রবিউল ইসলাম, চুন্নু মৃধা, আলামিন মৃধা, নাদিরা বেগম, হুরি বেগমসহ ভুক্তভোগীরা জানান, এই এলাকার আশেপাশের রাস্তাগুলো পাকা হলেও মাত্র এক কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় গ্রামবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শতাধিক পরিবারের কৃষিপণ্য আনা-নেওয়াসহ অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াত ছাড়াও নিত্যদিনের চলাফেরায় কষ্ট হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্ষাকাল ছাড়াও অন্য সময়ে একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পায়ে হেঁটেও যাতায়াত করা যায় না। গরু বা ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন এই কাঁদা রাস্তায় চলাচল করতে পারে না। তাই রাস্তাটি দ্রুত পাকা করতে হবে।’

সারাবাংলা/এমও

কাঁচা রাস্তা ধানের চারা রোপণ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর