Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার গ্যাস থাকবে না মোহাম্মদপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২১ ২২:২৬

ঢাকা: পাইপলাইন সংস্কার কাজের জন্য আগামীকাল রোববার (১২ সেপ্টেম্বর) মোহাম্মদপুর এলাকার কয়েকটি স্থানে আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১১ সেপ্টেম্বর) তিতাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোহাম্মদপুর এলাকার আওরঙ্গজেব রোড, শেরশাহ পুরী রোড, তাজমহল রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ কোনো শ্রেণির গ্রাহকই গ্যাস পাবেন না এই সময়ে।

বিজ্ঞাপন

এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে।

সারাবাংলা/জেআর/টিআর

তিতাস গ্যাস

বিজ্ঞাপন

বায়ু দূষণে ৩য় ঢাকা
৩০ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর