Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবাকে মারধর: ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৬

ঠাকুরগাঁও: পৌর শহরের মুসলিমনগরে বাবা মো. দুলাল হোসেনকে মারধর করে আহত করার অভিযোগে মাদকাসক্ত ছেলে মো. শহীদকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ সেপ্টেম্বর) এই দণ্ডাদেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, মাদকাসক্ত শহীদ প্রায়ই তার বাবা দুলালকে মারধর করত। শনিবার শহীদ তার নিজ ঘরে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে বাড়ি-ঘর ভাঙচুর চালায়। এ সময় বাবা দুলাল হোসেন বাধা দিতে গেলে পিটিয়ে গুরুতর আহত করে।

বাবা দুলালের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে শহীদকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হন। পরে অভিযুক্ত শহীদ অপরাধ স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন জানান, মাদক সেবনের অপরাধে অভিযুক্ত শহীদ আগেও কারাভোগ করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর