Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণের ১৫ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ


৩ এপ্রিল ২০১৮ ১৬:১৮ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খুলনা: খুলনা-যশোর মহাসড়কের সংস্কার দাবিতে আন্দোলনে নেমেছে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাঙ্ক লরি শ্রমিক-মালিক সমিতি। শ্রমিক আন্দোলনের কারণে দক্ষিণের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল ৯ টা থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন শ্রমিক-মালিকরা।

খুলনা বিভাগের ১০ জেলা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এবং বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে এ ধর্মঘট চলছে।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানান, খুলনা-যশোর মহাসড়কের বেশির ভাগ অংশ ভাঙা ও খানাখন্দকের কারণে ট্যাঙ্ক লরি চলাচলে সমস্যা হয়। প্রতিদিনই এ রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। ভাঙা রাস্তার কারণে এক ঘণ্টার পথ যেতে সময় লাগে ৪ ঘণ্টা। দীর্ঘদিন ধরে মহাসড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কোনো লাভ হয়নি। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে মালিক-শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, খুলনা-যশোর মহাসড়কের কার্পেটিং উঠে গেছে। সড়কটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে। তা ছাড়া চালক ও হেলপারাও এ রাস্তায় গাড়ি চালাতে চায় না।

আন্দোলনের বিষয়ে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন বলেন, ‘আন্দোলন ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আজ (মঙ্গলবার) সকাল থেকে আন্দোলন শুরু হওয়ায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। ডিপো থেকে তেলবাহী কোনো ট্যাঙ্কলরিও ছাড়া হচ্ছে না।

আন্দোলনকারীদের দাবির বিষয়ে খুলনা সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জর্জিস হোসেন বলেন, ‘এরইমধ্যে খুলনা-যশোর মহাসড়কের ৩৮ কিলোমিটার সড়কের মেরামত কাজ শুরু হয়েছে। বাকি অংশের কাজও তাড়াতাড়ি শুরু করার প্রক্রিয়া চলছে। আশা করি অচিরেই এই সড়ক যান চলাচলের উপযোগী হবে।’

সারাবাংলা/এমএইচ/এমআইএস/এমআই

খুলনা জ্বালানি তেলবাহী যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর