Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ বছর বয়সীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১২:৫২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৭

ঢাকা: ১২ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে আজিমপুর গার্লস কলেজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রী।

দীপু মনি বলেন, ১২ বছরের উপরে শিক্ষার্থীদের ভ্যাকসিনের ব্যাপারে কিছু জটিলতা এবং সীমাবদ্ধতা রয়েছে। তবে পর্যায়ক্রমে তাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, তাদেরকে দেওয়ার উপযোগী কিছু টিকা আমাদের সংগ্রহে রয়েছে। আরও টিকা আনার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। যত শিগগিরই সম্ভব সব শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে।

বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের বিষয় বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

গত ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে মধ্য অক্টোবরের কথা জানানো হয়েছিল।

স্কুল যেহেতু খোলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে আগে খোলা যায় কি না সে বিষয়ে আবারও বৈঠকে বসার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আমরা উপাচার্যদের সঙ্গে আবারও বৈঠকে বসব।

তিনি বলেন, এরইমধ্যে আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। এখন ক্যাম্পাস খুলে দিতে আর কোনো বাধা নেই। এখন অনাবাসিক শিক্ষার্থীদেরও কমপক্ষে এক ডোজ টিকা দেওয়া হবে।

সারাবাংলা/টিএস/এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর