Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে জেলে গিয়ে আবেদন করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের পর শর্তসাপেক্ষে মুক্তি পেতে বা তিনি বিদেশে যেতে চাইলে জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে আইন কমিশনের রজতজয়ন্তীর অনুষ্ঠানে আইনমন্ত্রী এ সব কথা বলেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে মত আইনমন্ত্রীর

উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার তার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে চলতি মাসের শুরুর দিকে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বিজ্ঞাপন

গত ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবেদনের বিষয়ে মতামত জানিয়ে দেয় আইন মন্ত্রণালয়। এখন এতে প্রধানমন্ত্রী অনুমোদন দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে খালেদা জিয়ার দণ্ড আরও ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হবে।

সারাবাংলা/জিএস/একে

আইনমন্ত্রী খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর