মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৪
ঢাকা: যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে সাড়ে আটটার দিকে মাতুয়াইল মেডিকেল রোড নিমতলী চৌরাস্তায় ইবাদত বাইন্ডিং কারখানায় দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় জাহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
জাহিদুল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার জাকির হোসেনের ছেলে। থাকতেন মাতুয়াইল কবরস্থান রোডে।
জাহিদকে হাসপাতালে নিয়ে যাওয়া কারখানাটির মালিকের ছেলে খন্দকার ইমন জানান, এক বছর ধরে জাহিদ বাইন্ডিং কারখানায় কাজ করতো। সকালে একটি মেশিনের কাছে গিয়ে পানি পান করছিল জাহিদুল। তখন সেখানেই বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে অন্য সহকর্মীরা দেখতে পেয়ে খবর দিলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ামিন কবির জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কারখানায় বিদ্যুতায়িত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম