Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা ও ২ সন্তানের

লোকাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৫

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিন জন। এর মধ্যে একজন মারা গেছেন দুর্ঘটনাস্থলেই। তার বাবা ও ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হাসপাতালে।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তালশহর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন অটোরিকশার চালক শিরু মিয়া ও অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী। এর মধ্যে দুই যাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও সিএনজিচালক শিরু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন সদর উপজেলার রাজঘর এলাকার সাদেক মিয়ার ছেলে পাবেল (২৩)। তার বাবা সাদেক মিয়া (৭০) ও রুবেলকে (৩৩) গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচ জন যাত্রী নিয়ে তালশহরের পথে ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেনটি তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় অটোরিকশাটি ট্রেনের সামনে দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রীসহ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় পাবেল ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল ও তার বাবা সাদেক মিয়াকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ধর্মজিত সিনহা ট্রেনের ধাক্কায় তিন জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমানসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ট্রেন দুর্ঘটনা ট্রেনের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর