পাশের ভবনের ছাদে পড়ে পেটে রড ঢুকে শ্রমিকের মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৮
ঢাকা: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পাশের ভবনের ছাদে পড়ে পেটে রড ঢুকে মোহাম্মদ আলী (২০) নামের এক শ্রমিক মারা গেছেন।
রোববার (১২সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।
মৃতের সহকর্মী মো. রাজীব জানান, তারা উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করছিল। আলী রড মিস্ত্রীর সহযোগীর কাজ করতো। বিকেলে আলী ভবনের দ্বিতীয় তলা থেকে পাশের এক তলার ছাদে পড়ে গেলে তার পেটে রড ঢুকে যায়।
রাজীব জানায়, আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তবে এখন পর্যন্ত আলীর বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি তার সহকর্মীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম