Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যৌন নিপীড়ক’ শিক্ষক ঢাকায় গ্রেফতার


৩ এপ্রিল ২০১৮ ১৬:৩৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: তিন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলার আসামি পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার মিরপুর থেকে চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

আটকের পর মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে আবুল হাশেমকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে বলে সারাবাংলাকে জানিয়েছেন নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম।

পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সোমবার রাতে তার নামে কর্ণফুলী থানায় মামলা করেন ভুক্তভোগী এক ছাত্রীর বাবা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দুল মোস্তফা সারাবাংলাকে বলেন, বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষক ওই ছাত্রীদের যৌন নিপীড়ন করে আসছিলেন। প্রথম দিকে ছাত্রীরা লজ্জায় কাউকে বলতে পারেনি। গতকাল বিষয়টা জানাজানি হওয়ার পর আমরা প্রধান শিক্ষক আবুল হাশেমকে আটক করতে গিয়েছিলাম, তবে তার আগেই তিনি পালিয়ে গেছেন। রাতে এক ছাত্রীর বাবা মামলা করেছেন। বাকি দুই ছাত্রীর অভিভাবক ওই মামলার সাক্ষী।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর