Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৪

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনও দেশের  তুলনায় স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ কথা বলেন প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

ডা. নাজমুল বলেন, গত এক সপ্তাহে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫১৬ জন, যা কিনা তার আগের সপ্তাহের চেয়ে পাঁচ হাজার ৯২১ জন কম। অর্থাৎ ২৬ শতাংশ কম। সেই সঙ্গে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে তার আগের সপ্তাহের তুলনায় ১৮০ জনের মৃত্যু কম হয়েছে, যা ৩২ শতাংশ কম। এটি হচ্ছে অত্যন্ত স্বস্তিদায়ক।

তিনি বলেন, পুরো বিশ্বের মতো দক্ষিণ-পূর্ব এশিয়াতেও করোনা ভাইরাস ভীষণভাবে আক্রমণ করেছিল। এখনও দেখা যাচ্ছে, এ অঞ্চলের মধ্যে ইন্দোনেশিয়ার পরিস্থিতি অন্য যে কোনও দেশের চেয়ে একটু বেশি ঝুঁকির মাঝে আছে। এরপরেই রয়েছে ভারতের অবস্থান। এ দুই দেশে গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা অনেক কম, যদিও প্রতিটি প্রাণই অনেক মূল্যবান। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনও দেশের চেয়ে তুলনামূলকভাবে আমরা স্বস্তিকর অবস্থায় রয়েছি।

তিনি আরও বলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন জুলাই মাসে— তিন লাখ ৩৬ হাজার ২২৬ জন। আগস্ট মাসে রোগী শনাক্ত হয়েছেন তার চেয়ে খানিকটা কম। আর চলতি মাসের ১১ সেপ্টেম্বর পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৯২৪ জন।

বিগত সাত দিনে সংক্রমণের হার ১০ শতাংশের নিচেই রয়েছে, আর  শনিবার (১১ সেপ্টেম্বর) সেটা নেমে এসেছে সাত শতাংশে নেমেছে।—যোগ করেন অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর