Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চিকিৎসকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৯

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে থেকে চিকিৎসকদের দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে হবে। তাদের দেশের মানুষের সেবায় কাজ করতে হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা মহামারির কথা বিবেচনা করে একইসঙ্গে ষষ্ঠ গ্রেডে ৪০৯ জন অ্যানেস্থেসিয়া চিকিৎসক নিয়োগ প্রদান একটি যুগান্তকারী ঘটনা। মহামারি বিবেচনা করে দেশের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলোতে অ্যানেস্থেসিওলজিস্ট চিকিৎসকের অতি বেশি প্রয়োজন দেখা দেয়। এই পদে পূর্বে অনুমোদিত ৬০৮টি পদের বিপরীতে মাত্র ৩০ জন চিকিৎসক কর্মরত ছিলেন।

তিনি বলেন, সরকার আগেই শূন্য পদে নিয়োগ দিতে চেয়েছিল। গত বছর আমরা ১৬৯ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছি। সে সময় উপযুক্ত প্রার্থী না থাকায় অবশিষ্ট ৪০৯টি পদে পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি। গত ৭ জুলাই ৪০৯টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) অনুরোধ করা হলে গত ৫ সেপ্টেম্বর সেই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। বেশকিছু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে হলেও এত অল্প সময়ে এই বিশালসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বাস্থ্যখাত কৃতজ্ঞ থাকবে।

দেশে বর্তমানে ভ্যাকসিনের সংকট নেই জানিয়ে মন্ত্রী বলেন, এ মাসের শুরুতে ৫৪ লাখ ভ্যাকসিন দেশে এসেছে। শুধু তাই নয়, এ মাসেই আরও দেড় কোটি ভ্যাকসিন দেশে আসবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ বলেন, ৪০৯ জন নতুন অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এমন নিয়োগ বাংলাদেশের ইতিহাসে হয়নি। তবে দুঃখের বিষয় হলো, এরই মধ্যে আমার কাছে অনেক টেলিফোন এসেছে নিজেদের পছন্দমতো হাসপাতালে নিয়োগ পাওয়ার জন্য। আমি তাদের বলতে চাই, অধিদফতর থেকে যাদের যে হাসপাতালে নিয়োগ দেওয়া হবে সেখানেই কাজ করতে হবে।

তিনি বলেন, অ্যানেস্থেসিওলজিস্ট যে কী পরিমাণ প্রয়োজন, একজন সার্জন হিসেবে আমি তাদের গুরুত্বটা বুঝি। সার্জনের ভুলের জন্য রোগীর অবস্থা খারাপ হয় না। তবে অ্যানেস্থেসিওলজিতে বিন্দুমাত্র ভুলের কারণে রোগীর মৃত্যু ঘটে। তবে এ বিষয়ে মানুষের ভালো ধারণা নেই। তাই আমি বলব, আপনারা এই চাকরির মর্যাদা রাখবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য-শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. শারফুউদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম এ আজিজসহ অন্যরা।

সারাবাংলা/এসবি/টিআর

অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ ডিজি হেলথ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর