পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে রেসাস ম্যাকাক প্রজাতির এই বানরগুলো। বর্তমানে সেখানে দুই শতাধিক বানর রয়েছে। করোনাভাইরাসের মহামারিতে পথেঘাটে মানুষজনের সংখ্যা কমে যাওয়ায় চরম খাদ্য সংকটে পড়তে হয় তাদের। সম্প্রতি আবারও প্রাণ ফিরে রাস্তায়। তাদের খাদ্য সংকটও দূর হয়েছে।
ওই এলাকাঘুরে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।