Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলাম প্রতিষ্ঠায় রাষ্ট্রপতিকে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ১২:৪২

ঢাকা: সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পদক্ষেপ নিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি দেবে ইসলামী সমাজ নামের একটি সংগঠন। সংগঠনটির আমির রাষ্ট্রপতিকে বিশেষ ওই চিঠি এবং ভিডিও বার্তা পাঠাচ্ছেন বলে জানানো হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে চিঠি ও ভিডিও বার্তা প্রদানের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ ও জাতির কল্যাণে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ার পরেও এদেশে ইসলামের পরিবর্তে প্রতিষ্ঠিত আছে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র।

তিনি বলেন, নবী-রাসুল আর আসবেন না। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী নেতার নেতৃত্ব প্রয়োজন।

সংক্ষিপ্ত মোনাজাতের পর সংগঠনের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিন, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা ও সোলায়মান কবীরের নেতৃত্বে ৩০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর চিঠি ও ভিডিও বার্তা প্রদান করবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

সারাবাংলা/ইএইচটি/এএম

ইসলাম প্রতিষ্ঠা রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর