Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ তদন্ত শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৬

বরিশাল: এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি বলেন, সদর উপজেলার চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে রশিদ ছাড়া এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে তদন্ত করতে গিয়ে প্রমাণ মেলার পর স্কুলের প্রধান শিক্ষক আয়নাল হোসেনকে আদায়কৃত বাড়তি অর্থ ফেরত এবং ধার্য টাকার রশিদ শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ফরম পূরণে এক হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে এক হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়। অভিযোগ পাওয়া যায়, কয়েকটি স্কুল নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা নিয়েছে। এর বাইরে রশিদবিহীন ফরম পূরণের জন্য অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, ২২টি অভিযোগ লিখিত ও টেলিফোনে এসেছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনো প্রমাণ পেলে তাদের সতর্ক করা হচ্ছে। বাড়তি টাকা ফেরত এবং সেই সঙ্গে ধার্য টাকার রশিদ দিতে বলা হচ্ছে।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর