ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৩ এপ্রিল ২০১৮ ১৭:১৯ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৪২
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা : দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ১৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), তার স্ত্রী রোজী চিশতী এবং সাবেক এমডি এ কে এম শামীম, ডিএমডি আবদুল মোতালেবসহ ১৭ জনের বিদেশযাত্রা বা দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাদের দেশত্যাগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখায় (এসবি) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চিঠি পাঠিয়েছে দুদক।
দুদকের উপ-পরিচালক প্রণব কুমাব ভট্টাচার্য সারাবাংলাকে বলেন, ‘তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ অবস্থায় তারা যেন বিদেশে যেতে না পারে সে জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
নিষেধাজ্ঞার তালিকায় থাকারা হলেন বাবুল চিশতী-রোজি চিশতী দম্পতি ছাড়াও তাদের ছেলে রাশেদুল হক চিশতী, মাজেদুল হক চিশতী, তাদের মেয়ে রিমি চিশতী, পুত্রবধূ ফারহানা আহমেদ চিশতী।
এছাড়া তালিকায় থাকা অন্যরা হলেন ব্যাংকের এসইভিপি গাজী সালাহ্উদ্দিন, ইভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, এসভিপি জিয়া উদ্দিন আহমেদ, ভিপি লুৎফুল হক, ভিপি মো. মনিরুল হক, এফভিপি মো. তাফাজ্জল হোসেন, এভিপি মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, এইও মাহবুব আহমেদ ও ইও মোহাম্মদ জাকির হোসেন।
সারাবাংলা/জিএস/একে