Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পরিত্যক্ত জাহাজে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ২২:২৩

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে পরিত্যক্ত জাহাজে আগুন লেগেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে জাহাজে আগুন লাগার সংবাদ আসে নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ফারুক হোসেন জানান, সীতাকুণ্ডের উত্তর ছলিমপুর এলাকায় এমবি স্টিল কারখানার ইয়ার্ডে ‘সেলটিক আইস’নামে একটি জাহাজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জাহাজ বড় হওয়ায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘পরিত্যক্ত জাহাজটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা। লোহার পাত কাটার সময় রাসায়নিক অথবা বর্জ্য তেল আগুন লাগতে পারে। আগুন নেভানোর পর তদন্তসাপেক্ষে বিষয়টি বলা যাবে।’

এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফারুক হোসেন শিকদার।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম জাহাজে আগুন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর