ঢাকা: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিতরণ সংস্থা তিতাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (৮ ঘণ্টা) উওর যাত্রাবাড়ী মাদরাসা রোড এলাকায় গ্যাস সরবরাহ গ্যাস বন্ধ থাকবে। এসময়ে এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।