Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন বীমায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, খোদ এমডিই অভিযুক্ত!

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ২২:১১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ২২:২১

ঢাকা: জীবন বীমা করপোরেশনের উচ্চমান সহকারীসহ ৫১২টি পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে উঠে এসেছে, করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হক নিজেই চাকরিপ্রার্থীদের কাছে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা সরবরাহ করতেন। জীবন বীমা করপোরেশন কার্যালয়ে অভিযান চালিয়ে এমন অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ( ১৩ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর নেতৃত্বে একটি দল জীবন বীমা করপোরেশন কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

দুদক সূত্র জানায়, গত ৩ ও ৪ সেপ্টেম্বর জীবন বীমা করপোরেশনের উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে ৫১২ জনকে নিয়োগের জন্য বহুনির্বচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকের বিরুদ্ধে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতেই তার কার্যালয়ে দুদক অভিযান চালায়।

জীবন বীমায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বলেন, জীবন বীমা করপোরেশনের এমডি, পরিচালকসহ (প্রশাসন) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। সত্যতা উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরও তথ্য-প্রমাণ ও রেকর্ডপত্র সংগ্রহ করা হবে। এরপর বিস্তারিত পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা নিতে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদকের আভিযানিক টিম।

সারাবাংলা/এসজে/টিআর

জীবন বীমা করপোরেশন জীবন বীমার এমডি টপ নিউজ মো. জহুরুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর