কয়েল কারখানাকে ১ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র
সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৩২
১৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৩২
ঢাকা: সিএম লাইসেন্স ছাড়া কয়েল উৎপাদন, বিক্রয় ও বিপণনের অপরাধে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, যাত্রাবাড়ীর শান্তা কেমিক্যাল কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার মো. রেজানুর রহমান সরকার অংশ নেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম