Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গেজেটের সমালোচনা রাজনৈতিক ‍উদ্দেশ্য’


১৩ ডিসেম্বর ২০১৭ ১৬:৪০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিসহ যারা মন্তব্য করছেন তারা সঠিক মন্তব্য করেননি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ‘রাজনৈতিক উদ্দেশ্য এ সমালোচনা করা হয়েছে’ বলেও মনে করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

‘অধস্তন আদালতের গেজেটের মাধ্যমে মাসদার হোসেন মামলায় বিচার বিভাগের যে স্বাধীনতার স্পিরিট ছিল তা ধ্বংস হয়েছে’আইনজীবী সমিতির সভাপতির এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই গেজেটটি প্রকাশের পূর্বে আইনমন্ত্রী সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তাদের সম্মতি নিয়ে এই গেজেট প্রকাশ করেছেন। তাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিসহ অন্যান্য যারা বিরূপ মন্তব্য করছেন তারা সঠিক মন্তব্য করেননি।’

তিনি আরও বলেন, ‘তার কারণ হলো, রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের সবাইকে নিয়োগ করেন। নির্বাহী বিভাগের কর্মচারীদের, প্রধান বিচারপতিকে, অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন এবং পার্লামেন্টের সেশনও তার আদেশে শুরু এবং সমাপ্ত হয়। রাষ্ট্রপতিকে যদি এই বিচারপতিদের শৃঙ্খলাবিধির দায়িত্ব থেকে বা তার কর্তৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্টই সব করে, তাহলে তা সংবিধানের স্পিরিটের বাইরে হবে।’

মাহবুবে আলম বলেন, ‘আমাদের সব-সময় মনে রাখতে হবে, যত আইন বা রুলস হয় এগুলো সংবিধানের অনুচ্ছেদের পরিপন্থি হলে তা চলবে না। সংবিধানের ১১৬ অনুচ্ছেদে এদের (নির্বাহী বিভাগের কর্মচারীদের, প্রধান বিচারপতিকে ও অন্যান্য) নিয়োগ, শৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবেন। তারই ধারাবাহিকতায় এই গেজেট প্রকাশ হয়েছে।’

বিজ্ঞাপন

এ গেজেট নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য করছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সকালে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেটটা আমরা আদালতে পেশ করার জন্য গিয়েছিলাম। কিন্তু একজন বিচারপতি না থাকায় আদালত এ বিষয়টি আগামী ২ জানুয়ারি শুনানির দিন ঠিক করেছেন।’

সারাবাংলা/এজেডকে/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর